চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’র উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন মনে করলে, বিএনপিকে সরকারের কাছে প্যারোলের আবেদন করতে হবে।
হানিফ বলেন, এতিমদের টাকা আত্মসাৎ করার কারণেই বিএনপি চেয়ারপারসনের সাজা হয়েছে। আওয়ামী লীগ নয় বরং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ দুর্নীতি মামলা দায়ের হয়েছিল। অসুস্থ হওয়ায় কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
Leave a reply