মাদকরাজ্যে এখন গোলাপি বিষ ইয়াবা’রই দাপট। ইয়াবাসেবীদের কমবেশি ৬৫ শতাংশই সেবনের পাশাপাশি নেমে গেছে ব্যবসায়। হাতে হাতে মাদকের ছোট-বড় চালান, চাইলেই পাওয়া যায় যেকোনোটা। আবাসিক এলাকাগুলোয় চলছে রমরমা- হোম ডেলিভারি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রমতে, দেশের মোট মাদকাসক্তের ৬০ ভাগই ইয়াবায় আসক্ত। পিস হিসেবে প্রতিদিন গলছে ২০ লাখ ইয়াবা। আরও বড় আশঙ্কার কথা হলো যারা ইয়াবা’র বলয়ের বাইরে আছে তাদের বড় অংশই আছে ঝুঁকিতে। কারণ, চাইলেই মেলে এ গোলাপি নেশা।
২ বছর আগেও নির্দিষ্টি কিছু বস্তি ও স্পটই ছিলো ইয়াবার ওয়্যারহাউজ। এখন কোন হাতে কেনা হচ্ছে আর কোন হাতে বেচা হচ্ছে বোঝা বড় মুশকিল। চলছে বহুমাত্রিক বিক্রি পদ্ধতি।
মাদকের সবচেয়ে বড় হাট এখন রাজধানী। আসছে ভিন্ন ভিন্ন রুটে, বিক্রি ভিন্ন ভিন্ন হাতে। একটি অংশ আবার সরাসরি বিক্রি আশপাশের জেলাগুলোয়। যার বিস্তার দেশজুড়ে।
গোলাপি বিষ ইয়াবা নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদন…
https://www.facebook.com/JamunaTelevision/videos/1544755518953637/
যমুনা অনলাইন: এএস/টিএফ
Leave a reply