ছোটদের ভোট উৎসব

|

দেশের ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।

রোববার সকাল ৯টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে দুপুর একটা পর্যন্ত। ৭৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিনিধি হতে ভোটযুদ্ধে নেমেছে আট লাখেরও বেশি প্রার্থী। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, পুলিশ ও আনসারের দায়িত্ব পালন করছে শিশুরাই। স্কুলের শিক্ষকরা পুরো নির্বাচন প্রক্রিয়া দেখভাল করছেন।

এই নির্বাচনের মধ্য দিয়ে শিশুদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করছেন, এমন নির্বাচন গণতন্ত্র চর্চা ও শিশুদের প্রতিভা বিকাশে সহায়ক হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply