দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে আপিল বিভাগকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে ইন্টারন্যাশনাল লিজিং ও পি কে হালদারের টাকা পাচারের বিষয়ে রিপোর্টে তিনি একথা বলেন।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের অনিয়ম ও পি কে হালদারের ঋণ জালিয়াতি এবং পাচার বিষয়ে জানাতে তার কাছে প্রতিবেদন চেয়েছিলেন আদালত। তলবের পরিপ্রেক্ষিতে আদালতে তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক শাহ আলমও।
ইব্রাহিম খালেদ বলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের অবস্থা খুবই খারাপ। এটি বাঁচানো কঠিন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জালিয়াতি করে পি কে হালদার কিভাবে পালিয়ে গেলো তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংক দায়িত্ব এড়িয়ে বলেছে, এটি দেখার দায়িত্ব দুদক-এর।
Leave a reply