সিরিয়ার সামরিক বিমানবন্দরে তুরস্কের হামলা

|

সিরিয়ার আলেপ্পোর সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে তুরস্কের সেনাবাহিনী। রোববার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় তুর্কির সরকারি সংবাদ সংস্থা আনাদলু।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-নাইরব সামরিক বিমানবন্দরটি আলেপ্পো শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এটি সিরিয়ান সরকারের আসাদ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার হয়ে আসছে। এ ঘাঁটি থেকে ইদলিবে তুর্কি সেনা ও বেসামরিক ব্যক্তিদের ওপর বিমান হামলা করা হয়।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, তুর্কি সেনাবাহিনী বিমানবন্দরে হামলার লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ও যান ব্যবহার করা হয়।

পূর্ব আলেপ্পোর কুয়েয়ার্স সামরিক বিমানবন্দর আসাদ বাহিনী সামরিক বিমান ও উপকরন আল নাইরব বিমানবন্দরে সরিয়ে নেয়। এর আগের দিন ওই ঘাঁটিতে তুরস্কের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply