এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে রিয়াল

|

এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে গ্যালাক্টিকোরা।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই এগিয়ে চেষ্টা দু’দলের। ম্যাচের ২১ ও ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো বার্সেলোনার। তবে গোল আদায়ে ব্যর্থ লিওনেল মেসি ও আতোয়ান গ্রিজম্যান। ৩৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন আর্থার। এরপর বিফলে যায় লিওনেল মেসির বুলেট গতির শট।

গোলশূন্য বিরতির পর ম্যাচের ৭২ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ইনজুরি সময়ে বদলি ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন জিনেদিন শিষ্যরা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান বার্সেলোনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply