বিমানবন্দরসহ যেসব ইমিগ্রেশন পয়েন্টে থার্মাল স্ক্যানার ঠিকঠাক কাজ করছে না, সেসব পয়েন্টে পর্যাপ্ত হ্যান্ড হেল্ড থার্মোমিটার দেয়া আছে বলে জানিয়েছে আইইডিসিআর’র।
সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এরইমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে এ ভাইরাস আসতে পারে আশঙ্কায় স্থল বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। করোনাভাইরাস ৭০ ডিগ্রি সেন্টিগ্রেডেও টিকতে পারে, তাই গরমেও এ ভাইরাস থাকার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
তিনি বলেন, ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত প্রতিরোধ আর সতর্কতাই প্রতিরোধের উপায়। বিশ্বের অন্যান্য দেশের মতো হ্যান্ডশেক আর কোলাকুলি থেকে বিরত থাকার পরামর্শও দিচ্ছে বাংলাদেশ।
এ পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে বলে জানান আইইডিসিআর পরিচালক। তার মধ্যে একটিও করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে এখন সবার করণীয় নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুলে করোনামুক্ত থাকা সম্ভব।
Leave a reply