অলিম্পিক লিওকে উড়িয়ে দিয়েছে পিএসজি

|

অলিম্পিক লিওকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।

অবশ্য ঘরের মাঠে শুরুতেই লিড নেয় অলিম্পিক লিও। দলকে এগিয়ে নেন মিডফিল্ডার মার্টিন টেরিয়ার। মিনিট তিনেকের মাথায় সমতায় ফেরে পিএসজি। স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ভয়ঙ্কর রুপে দেখা দেয় ফরাসি জায়ান্টরা। ৬৪ মিনিটে নেইমারের স্পট কিক গোলে এগিয়ে যায় পিএসজি। ৭০ মিনিটে ব্যবধান ৩-১ করেন এমবাপ্পে। এরপর পাবলো সারাবিয়া গোল করলে ব্যবধান ৪-১ করে টমাস টুখেলের দল। ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক পূরণ করেন কিলিয়ান এমবাপ্পে। ৫-১ গোলের বড় জয়ে পরের পর্ব নিশ্চিত করে পিএসজি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply