এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেষ্টার ইউনাইটেড

|

Manchester United's Odion Ighalo celebrates scoring his side's third goal of the game during the FA Cup fifth round match at Pride Park, Derby.

ওয়েন রুনির ক্লাব ডার্বি কউন্টিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। গানারদের হয়ে জোড়া গোল করেছেন ওডিওন ইগহালো।

ওয়েন রুনির ফেরার ম্যাচটা সুখকর হলোনা ডার্বি কাউন্টির। ম্যাচের শুরুতে রুনির ফ্রি কিক দারুণ দক্ষতায় সার্জিও রোমেরো ফিরিয়ে দিলে লিড নেয়া হয়নি স্বাগতিকদের। উল্টো ম্যাচের ৩৩ মিনিটে লুকা শয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগে ওডিওন ইগহালো গোল করলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা। ম্যাচের ৭০ মিনিটে ইগহালো করেন নিজের দ্বিতীয় গোল। ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যার্থ হয় ডার্বি কাউন্টি। ফলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টারের প্রতিপক্ষ নরউইচ সিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply