শেষবারের মতো টস করলেন মাশরাফী, ব্যাটিংয়ে টাইগাররা

|

বাংলাদেশের হয়ে শেষবারের মতো টস করলেন মাশরাফী বিন মোর্ত্তজা। টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।

একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ নাইম ও আফিফ হোসেনের। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ সাজাতে এই ম্যাচে বাদ দেয়া হয়েছে মুশফিকুর রহিমকে। চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন। এই ম্যাচ জিতলে অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফী বিন মোর্ত্তজা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply