ফের খেলা শুরু, কমলো সাত ওভার

|

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচটি শুরু হয়েছে। সন্ধ্যা পৌণে সাতটায় আবারো ব্যাট করতে নামেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এর আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

এদিকে অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার শেষ ম্যাচ এটি। দেশের হয়ে শেষ ম্যাচে টস করতে নেমে শুরুটা ভালো হয়নি তার। টসে হেরে যান। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে।

শুরুতেই উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ওপেনিংয়ে রেকর্ড রান সংগ্রহ করেন তারা। ৩৩ ওভার দুই বল খেলে বিনা উইকেটে ১৮২ রান সংগ্রহ করে টাইগাররা। পরে বৃষ্টিতে বাধা পড়ে টাইগারদের ইনিংস।

বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলা নেমে আসে ৪৩ ওভারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply