ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দলের শীর্ষ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর দলের সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে রূপ নেয় এই ৭ মার্চ। যারা এই ভাষণকে অস্বীকার করে প্রকারন্তরে স্বাধীনতাকে অস্বীকার করে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক।
Leave a reply