প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যাদুর্গতদের কেউ অনাহারে থাকবে না। যারা ঘরহারা হয়েছেন তাদের নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে। যেসব স্কুল শিক্ষার্থীদের বই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন করে বই দেয়া হবে।
দিনাজপুরে বন্যাদুর্গত এলাকায় আজ ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে এসব কথা তিনি।
শেখ হাসিনা বলেন, পানি নেমে যাওয়ার পর রাস্তাঘাট মেরামত ও অবকাঠামোগত সংস্কারের কাজ শুরু করা হবে। এছাড়া যারা ঘরবাড়ি হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বন্যার পর রোগ-বালাই যেন ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদেরকে এনজিও ঋণের কিস্তির জন্য চাপ না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দিনাজপুর জেলা স্কুল মাঠে ত্রাণ বিতরণের পর বিরল উপজেলায় অন্য একটি দুর্গত এলাকায় গিয়েও ত্রাণ বিতরণ ও সমাবেশে অংশ নেন তিনি। দু’টি স্থানে তার পক্ষ থেকে ১০ হাজার মানুষকে সহায়তা দেয়া হয়।
/কিউএস
Leave a reply