লাউয়াছড়ায় রেললাইনে মিললো কাটা অজগর

|

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে ট্রেনে কাটা পড়ে একটি বিরল প্রজাতির অজগর সাপ মারা গেছে। লম্বায় প্রায় দশ ফুট অজগটি কয়েক টুকরা হয়ে পড়েছিল রেললাইনের মাঝখানে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বিটের রেললাইনে শুক্রবার সকালে কাটা পড়া অজগরটিকে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তবে তিনি জানান, সাপটির মাথার অংশ আশপাশে কোথাও পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। ছবি দেখে তিনি এটিকে বিরল প্রজাতির অজগর বলে জানান।

অজগর বাংলাদেশের বনগুলোতে অতোটা সহজলভ্য নয়। সিলেট এবং চট্টগ্রামের কিছু সবুজ বনে মাঝেমধ্যে এ ধরনের সাপকে বিচরণ করতে দেখা যায়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply