বেনাপোল দিয়ে আজ ৯১ টন পেঁয়াজ আমদানি

|

বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘ‌দিন বন্ধ থাক‌ার বেনা‌পোল স্থলবন্দর দি‌য়ে পেঁয়াজ আমদানি শুরু হয়ে‌ছে। প্রথম চালা‌নে আজ ৯১ মে: টন পেয়াজ আমদানি হ‌য়ে বেনা‌পোল বন্দরে প্র‌বেশ করে‌ছে।

আজ রোববার থে‌কে দেশের অন্যতম এ স্থলবন্দর দি‌য়ে পেঁয়াজ আমদানি শুরু হলো।

বেনা‌পোল চেক‌পোষ্ট কা‌র্গো অ‌ফিসার না‌সিদুল হক জ‌ানান, ভারত স‌রকার বাংলা‌দেশে পেয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহা‌রের প‌রে আজ বিকেলে ক‌য়েক‌টি চালা‌নে ৯১ মে‌ট্রিক টন পেয়াজ বেনা‌পোল বন্দর দি‌য়ে বাংলা‌দে‌শে প্র‌বেশ ক‌রে‌।

তিনি জানান, প্র‌তি মে‌ট্রিক টন পেঁয়া‌জের আমদানী মুল্য ৩০৫ মা‌র্কিন ডলার। দে‌শের চা‌হিদার কথা বি‌বেচনা ক‌রে আজকেই এ পেয়া‌জের চালানগুলো শুল্কায়ন ক‌রার পর বন্দর থে‌কে খালাশ দেয়া হ‌বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply