ভূমধ্যসাগর থেকে ১১২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

|

ভূমধ্যসাগরে একটি ছোট নৌকা থেকে ১১২ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে মাল্টা। আপাতত দেশটির সীমান্ত এলাকায় আশ্রয় দেয়া হয়েছে তাদের। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

শনিবার নৌকাটি শনাক্ত করে মাল্টার উদ্ধারকারী জাহাজ। রোববার লিবিয়ার উত্তর উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে ছোট নৌকাটি।ঠিক সময়ে জাহাজ নিয়ে পৌঁছে যায় মাল্টা সেনাবাহিনী।

উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি এখনও। তবে তারা সবাই আফ্রিকার উত্তরাঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। মাল্টা সীমান্তে পৌঁছানোর পর তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply