করোনা সর্তকতায় আগামী ১৮ তারিখ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিনস কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য জানান, এটি একটি জাতীয় ইস্যু।তাই শিক্ষক-শিক্ষার্থীদের মতামত নিয়ে করোনা প্যানডেমিক প্যানিক মোকাবেলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮-২৮ মার্চ পর্যন্ত সকল ক্লাস- পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে পরীক্ষার নতুন সূচি দেয়া হবে।
তবে এইসময়, আবাসিক হল খোলা থাকবে বলে জানান উপাচার্য। এদিকে বন্ধ থাকার বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানার পরে বন্ধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলেও জানান ঢাবি উপাচর্য।
Leave a reply