মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

|

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের সাথে সংঘর্ষে অজ্ঞাত দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাসেত দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকাগামী একটি ডাম্পট্রাকের সাথে সংঘর্ষে দুইজন মটর সাইকেল আরোহী নিহত হন। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজনের আনুমানিক বয়স ৬০ বছর ও অন্যজনের ৪০ বছর হবে। দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

তিনি আরও জানান, ডাম্পট্রাকটি আটক করা গেলেও ঘাতক ট্রাকের চালক পলাতক আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply