স্টাফ করেসপনডেন্ট, জামালপুর:
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অন্ধদের জন্য সাদাছড়ি ও চশমা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে জামালপুর বিজিবি ক্যাম্পে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত রক্ষা, মাদক চোরাচালান বন্ধসহ নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মুজিববর্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে জেলার শতাধিক দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এছাড়াও জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
Leave a reply