দেশে পর্যাপ্ত চাল ও আটা মজুদ আছে; তারপরও কোন ব্যবসায়ি করোনা পরিস্থিতিতে কৃত্রিম সঙ্কট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে কৃত্রিম সঙ্কট তৈরি করা হলে কোন ছাড় দেয়া হবে না। এসময় জনসাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করারও আহ্বান জানান তিনি।
জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, মহামারী হলে নিশ্চয় অসাধু ব্যবসায়িরা আইন মেনে চলবেন। আর আইন না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বাজার নিয়ন্ত্রণে খাদ্য অধিদফতরের মনিটরিং টিম মাঠে থাকবে বলে জানান তিনি।
Leave a reply