করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি

|

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সানজ। ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। সানজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে লা লিগা।

এর আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লরেঞ্জো। আর সেখানেই জানা যায় তার করোনা আক্রান্ত হওয়ার খবর। ৭৬ বছর বয়সী লরেঞ্জো ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতির পদে ছিলেন। তার মেয়াদে ছ’টি শিরোপা জেতে গ্যালাক্টিকোরা। যারমধ্যে ১৯৯৮ ও ২০০০ সালে জেতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply