করোনার সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও হ্যান্ড স্যানিটাইজারের দাম যাতে না বাড়ে, রাজধানীর ৪ টি এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে রাজধানীর হাতিরপুল বাজার থেকে শুরু হয় অভিযান। পরে, পলাশী বাজার, ছাপড়া মসজিদ এলাকার বাজারে অভিযান চালানো হয়। যদিও মার্কেটগুলোয় নিত্যপণ্যের দাম ঠিক থাকায় কোন ধরনের জরিমানা করা হয়নি। তবে, মেয়াদোত্তীর্ন ওষুধ, এবং হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি রাখায় ৩ টি ফার্মেসিকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
এ সময় ম্যাজিস্ট্রেট বলেন, সংকটময় মুহুর্তে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের পকেট কেটে বেশি মুনাফা করছিল, যেগুলো অন্যায়। এছাড়া অনেকে কৃত্রিম সংকট তৈরির পায়তারা করছেন। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন তারা।
Leave a reply