প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি বলেন, আমরা অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন। ইদানীং লক্ষ্য করছি, কিছু বিভ্রান্তি রয়েছে। সরকারি ছুটি দেয়া হয়েছে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য। এটি কোনো ছুটি ভোগ বা উৎসব ভোগের জন্য দেয়া হয়নি। সকল কর্মকর্তা-কর্মচারীরা ঘরে থাকুন। একইভাবে একই আহ্বান জানাচ্ছি বেসরকারি সংস্থাগুলোর প্রতি।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সরকারের তরফ থেকে ট্রেন, বাস, লঞ্চে যাত্রী বহন বন্ধ করা হয়েছে। অর্থাৎ আপনারা যে যেই জায়গায় আছেন সবাই সেখানে থাকেন। কেউ আর স্থান ত্যাগ করবেন না। আর যারা বাড়িতে গেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ঘরের বাইরে বের হবেন না।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, আমাদের এখন জাতীয়ভাবে সবাই একসাথে মোকাবেলার সময় এসেছে। আপনারা দয়া করে এর ব্যতয় ঘটাবেন না। বিশ্বব্যাপী এর সমাধান বলা হচ্ছে ঘরে থাকুন। ঘরের বাইরে গেলে আপনি নিজেকে যেমন শঙ্কাযুক্ত করছেন একইসাথে লক্ষ লক্ষ মানুষকে শঙ্কায় ফেলার সম্ভাবনা সৃষ্টি করছেন। বিশ্বব্যাপী মূলমন্ত্র হচ্ছে- যার যার ঘরে থাকুন। করোনাভাইরাস প্রতিরোধ করুন।
Leave a reply