ইতালিতে করোনাভাইরাস বিস্তার লাভের পর, এখন পর্যন্ত ৪১ চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন। আক্রান্ত ৫ হাজারের বেশি স্বাস্থ্যসেবাকর্মী। বৃহস্পতিবার, দেশটির করোনা বিভাগ নিশ্চিত করে এ তথ্য।
তালিকায় রয়েছেন ডাক্তার, নার্স, টেকনেশিয়ান, অ্যাম্বুলেন্স চালক এবং স্বেচ্ছাসেবীরা।
জানানো হয়, করোনা প্রতিরোধক পোশাক এবং কিটের অভাবের কারণে চিকিৎসাকর্মীরা সবচেয়ে ঝুঁকিতে।
সায়েন্স ম্যাগাজিন ল্যানশেটের মতে, করোনা মোকাবেলায় প্রচণ্ড কাজের চাপে ছিলেন চীনের ৭০ শতাংশ চিকিৎসাকর্মী। ৫০ শতাংশ ভোগেন বিষন্নতায়, ৪৪ শতাংশ খিটখিটে মেজাজের হয়ে পড়েন আর ৩৪ শতাংশ এখনো ভুগছেন অনিদ্রাজনিত সমস্যায়।
Leave a reply