ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৬ জন নিহত, আহত ১০

|

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক জানান, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে উত্তরাঞ্চলে যাবার পথে মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপরে যাত্রী হিসেবে থাকা ৬ জন নিহত হয়, আহত হয় আরও ১০ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। নিহত ও আহতরা সবাই শ্রমিক। সিমেন্টবাহী ট্রাকে বগুড়া যাচ্ছিল তারা।

তবে এ দুর্ঘটনায় নিহতদের এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply