স্নান-খাওয়া থেকে শুরু করে রাত্রিযাপন— সবই চলছে টাঙন নদীর তীরে থাকা নৌকায়। করোনা মোকাবিলায় শারীরিক দূরত্ব-বিধি বজায় রাখতে নৌকাতেই দিন কাটাচ্ছেন নদিয়ার বাসিন্দা, কীর্তনিয়া নিরাঞ্জন হালদার। তিনি গ্রামে গ্রামে ঘুরে কীর্তন করেন। চার দিন আগে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। ভিন্ন জেলা থেকে আসায় গ্রামবাসীদের দাবি মতো স্বাস্থ্যপরীক্ষা করান নিরাঞ্জন। স্বাস্থ্য দফতরের কর্মীরা হোম কোয়রান্টাইন থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়ের বাড়িতে বাড়তি ঘর না থাকায় নৌকায় থাকতে শুরু করেন তিনি।
আত্মীয়ের বাড়িতে দুটো ভাঙাচোরা টিনের ঘর রয়েছে। ফলে সেই বাড়িতে থেকে দূরত্ব-বিধি মেনে চলা সম্ভব ছিল না ষাটোর্ধ্ব নিরাঞ্জনের। তাই শেষে ঠাঁই নিতে হয়েছে আত্মীয়ের বাড়ির পাশে বাঁধা নৌকায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a reply