করোনাভাইরাসে নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো কমপক্ষে ৮৬ জনে। শনিবার একদিনেই সংক্রমিত হয়েছে প্রায় ৬শ’ মানুষ।
মোট আক্রান্ত তিন হাজার ৬শ’। এদের এক-তৃতীয়াংশই দিল্লির তাবলিগ জামাতে অংশ নেয়া বা তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। ২২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন ওই জামাতে। তামিলনাড়ু, উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, কেরালা, ঝাড়খান্ড, আসাম, জম্মু-কাশ্মির, রাজস্থানসহ অন্তত ১৭টি রাজ্য থেকে তাবলিগ সংশ্লিষ্ট করোনা আক্রান্তের প্রমাণ মিলেছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আক্রান্তদের ৮৩ ভাগেরই বয়স ৬০ বছরের কম। প্রতিবেশি পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। মারা গেছেন কমপক্ষে ৪১ জন।
Leave a reply