গার্মেন্টস বন্ধ রাখতে বিজিএমইএ’র আহবানের পর আজও বেশিরভাগ কারখানাই খোলা।
সকাল থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের কারখানাগুলোয় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বন্ধ রাখার কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
তবে দু’একটি গার্মেন্টসে সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে প্রায় ৬ হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। এরমধ্যে বিসিক শিল্প এলাকায় আছে অন্তত ৮শ’ কারখানা। এসব কারখানায় সকাল থেকেই কাজ চলছে।
এদিকে, রাজধানীতে বেশিরভাগ কারখানাই বন্ধ রয়েছে। গতকাল রাতে অডিওবার্তা দিয়ে গার্মেন্টস কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার আহবান জানান বিজিএমইএ সভাপতি।
Leave a reply