শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দেশে করোনাভাইরাস সংক্রমণে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজন শরীয়তপুরের। ঘটনার পর ওই এলাকার ৩৩টি বাড়িসহ উপজেলার সকল হাট-বাজারকে লকডাউন করেছে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
একই দিনে শরীয়তপুর সদর হাসপাতালে জ্বর ও মাথাব্যথা নিয়ে মারা যাওয়া এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। মৃত ওই নারীর বাড়ি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনেই তার দাফন সম্পন্ন হয়েছে।
Leave a reply