সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটিতে অভিযান শুরু

|

A Syria Civil Defence member carries a wounded child in the besieged town of Hamoria, Eastern Ghouta, in Damascus, Syria Janauary 6, 2018. REUTERS/ Bassam Khabieh

সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি ইদলিবের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করলো সরকারি বাহিনী। অভিযান জোড়দার করায় এলাকা ছাড়তে শুরু করেছে হাজারো সিরিয়ান।

পর্যবেক্ষক সংস্থাগুলোর দাবি, সংঘর্ষ বাড়ায় তীব্র শীত উপেক্ষা করে সিরিয়া-তুরস্ক সীমান্তে আশ্রয় নিয়েছে উদ্বাস্তুরা। ইদলিবের দক্ষিণ-পূর্বাঞ্চলের দখল নিতে আসাদ সেনাদের সাথে লড়ছে ইরান সমর্থিত গোষ্ঠীও। ২০১৫ সাল থেকেই এলাকাটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে আল কায়েদা সর্মথিত গোষ্ঠী হায়েত তাহরির আল শাম। এদিকে, ইদলিবে রোববারও বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ২৩ জনের। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীদের সদর দফতরের কাছে এ বিস্ফোরণ হয়। এ হামলাকে ড্রোন হামলা হিসেবেই দেখছে বিদ্রোহীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply