গোল্ডেন গ্লোবে বাজিমাত করলো “থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং”

|

৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বাজিমাত করলো আইরিশ পরিচালক মার্টিন ম্যাকডোনাহ’র ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিজৌরি’ চলচ্চিত্রটি। সেরা মুভি, অভিনেত্রী, সহ-অভিনেতা এবং চিত্রনাট্যকারসহ ৪টি পুরস্কার বাগিয়ে নিয়েছে এই মুভি।

তবে, ‘দি শেপ অব ওয়াটার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের খেতাব জুটেছে মেক্সিকান পরিচালক গিয়ারমো দেল তোরো’র ভাগ্যে। ‘ডারকেস্ট আওয়ার’ মুভিতে অনবদ্য অভিনয়ের জন্য এবছরের সেরা অভিনেতা হয়েছে ৫৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা গ্যারি ওল্ডম্যান। এই প্রথমবার তিনি গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এদিকে, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় থাকা ৬০ বছরের মার্কিন শিল্পি ফ্রান্সেস ম্যাকডরমান্ড পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এদিকে, মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে জয় পেয়েছে লেডি বার্ড। এই ক্যাটাগরিতে সেরা অভিনেতা জেমস ফ্রাংকো এবং সেরা অভিনেত্রী স্রেশা রোনান। এবছর লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন অপরাহ উইনফ্রে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply