করোনাভাইরাসে সারাবিশ্বে গত চব্বিশ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। সর্বোচ্চ সংখ্যাক রয়েছে যুক্তরাষ্ট্রে এরপরেই ফ্রান্সের অবস্থান।
হিসাব অনুসারে প্রতি মিনিটে পাঁচজনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রাণঘাতী এ মহামারিতে। এ সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে উন্নত দেশটিতে একদিনেই দু’হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্ত ২৯ হাজারের কাছাকাছি।
অন্যদিকে, ইউরোপীয় দেশ ফ্রান্সে হঠাৎ করেই ২৪ ঘণ্টায় ১৪শ’র বেশি প্রাণহানি রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। নতুন আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি।
এছাড়া, ইতালি-স্পেন ও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোয় একদিনে মারা গেছেন দুই হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৮২ হাজারের অধিক মানুষ। আক্রান্তের সংখ্যাও সোয়া ১৪ লাখ ছাড়িয়েছে।
Leave a reply