নির্বাচনে আগাম ভোট দিচ্ছেন করোনা আক্রান্তরা

|

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের রোগীরা সাধারণ নির্বাচনে আগাম ভোট দিচ্ছেন। ১৫ এপ্রিল নির্বাচন হওয়ার কথা।

জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রাজধানী সিউল এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেগু শহরে রাখা হয়েছে ৮টি বিশেষ ভোটকেন্দ্র। যাতে, কড়া প্রহরায় ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ হাজারের বেশি করোনা রোগী।

এদিকে, জনসমাগম এড়াতে খুলে দেয়া হলো আরও সাড়ে ৩ হাজার ভোটকেন্দ্র। যাতে, শুক্রবার থেকেই ভোট দিতে পারবেন দক্ষিণ কোরীয়রা।

দেশবাসীকে আগাম ভোটে উদ্বুদ্ধ করতে এরইমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট মুন জায় ইন। দেশটিতে কোভিড নাইনটিনে মারা গেছেন ২০৮ জন, আক্রান্ত ১০ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply