ইতালির পর বাংলাদেশেই দ্রুততম ২ হাজার করোনা রোগী শনাক্ত

|

ইতালিতে ২ হাজার কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ৩২তম দিনে আর বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। এরপর স্পেনে ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে হয়েছিলো ৪৮ দিনে। এতে দেখা যায় বাংলাদেশে সংক্রমণের হার বেশি হচ্ছে। খবর বিবিসি বাংলা।

এদিকে আজ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন, মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন আরও ৯ জন। মোট ৭৫ জন আরোগ্য লাভ করেছেন। গত ২৪ ঘন্টায় ২৬৩৪ জনকে পরীক্ষা করা হয়েছে। মোট ২৩৮২৫ জনকে পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত। আজ রোববার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন। আর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭০৩ জন।

যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সংক্রমণের হার ও মৃত্যুর হারের দিক থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply