দলীয় ভাবে না হলেও আগামী ৪ মে থেকে একক ভাবে অনুশীলনে ফিরবেন স্প্যানিশ ফুটবল লিগের খেলোয়াড়রা। তবে তার আগে স্প্যানিশ লিগের খেলোয়াড়দের দিতে হবে করোনা পরীক্ষা। সেই পরীক্ষার পর নিরাপদ ফুটবলাররাই অনুশীলনের অনুমতি পাবেন লা-লিগা কর্তৃপক্ষের কাছ থেকে।
লা-লিগার এক কর্মকর্তা জানান, ‘স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নির্দেশেই আগামী ৪ মে থেকে অনুশীলন শুরু হচ্ছে। ব্যক্তিগত সেই অনুশীলনে নামার আগে ও পরে সব নির্দেশনা মানার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান তিনি। আর অবশ্যই নিরাপত্তা উপকরণ পরিধান করে অনুশীলনে যেতে হবে সবাইকে।
স্পেনে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ। আর মৃত ছাড়িয়েছে ২৪ হাজার।
Leave a reply