আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলন শুরু করবে। তবে প্রথমে কেবল মাত্র বোলররা ট্রেনিং শুরু করবে।
বাকি ইংলিশ ক্রিকেটাররা অনুশীলন শুরু করবে আরও দুই সপ্তাহ পরে। বোলাররা দেশের ১১টি মাঠে কাজ শুরু করবেন, সাথে থাকবেন একজন কোচ, ফিজিও ও ট্রেইনার।
বোর্ডের সাথে চুক্তিতে থাকা ৩০ জন ক্রিকেটার এই ব্যক্তিগত অনুশীলনে অংশ নেবে।
সেখানে কঠোর ভাবে মানা হবে হাইজিন, সামজিক দূরত্ব, প্রতি সেশনের শুরুতেই মাপা হবে শরীরের তাপমাত্রা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে দলীয় অনুশীলন শুরু আগের প্রথম পদক্ষেপ এই উদ্যোগ। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাইয়ের আগে কোন প্রকার ম্যাচ খেলবে না ইংল্যান্ড। ক্রিকেট ফিরলে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলবে রুট, মরগানরা।
Leave a reply