লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

|

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধি:

লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, গলাব্যথা নিয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ‌নিবার সকালে রায়পুর উপজেলার বানমী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান তি‌নি।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ঢাকা থেকে আসার পর থেকেই তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল তার। গত দুইদিন আগে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জা‌কির হোসেন জানান, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। এই অবস্থায় তার করোনার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনো আসেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply