দেশের মাটিতে ১৫ মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে নিজেদের দাপট দেখাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে মাত্র ১৭০ রানে গুটিয়ে দিয়েছে মাশরাফি বাহিনী। জবাবে ব্যাটিংয়েও একই দাপট দেখাচ্ছেন তামিম-বিজয়।
মাঠে থাকা কুয়াশার সুবিধা কাজে লাগাতে টসে জিতে ফিল্ডিং নেন মাশরাফি। ইনিংসের প্রথম ওভারেই বোলারদের ওপর আস্থার প্রতিদান দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। স্পিন ভেল্কিতে তুলে নিয়েছেন সফরকারীদের দুই উইকেট। ইনিংসের ২য় বলেই মায়ারকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। চতুর্থ বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দেন আরভিন।
দলীয় ৩০ রানের মাথায় ফিরে যান অভিজ্ঞ ওপেনার হ্যামিলটন মাসাকাদজা। অধিনায়ক মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর জিম্বাবুয়ে দলের সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকেও মুশফিকুর রহিমের শিকারে পরিণত করেন মোস্তাফিজ। এই কাটার মাস্টারের সাথে রুবেল হোসেনও উইকেট উৎসবে যোগ দিলে আর দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের মিডল অর্ডার। ধুঁকতে ধুঁকতে ১৭০ রানে গিয়েই শেষ হয় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন সিকান্দার রাজা। সাকিব নিয়েছেন ৩টি আর মোস্তাফিজ-রুবেল নিয়েছেন দুটি করে উইকেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। প্রায় ১৫ মাস পর বাংলাদেশে খেলা হচ্ছে আন্তর্জাতিক কোনো ম্যাচ। আর দীর্ঘ আট বছর পর এখানে আয়োজন হলো ত্রিদেশীয় সিরিজের।
একদিনের ক্রিকেটে ১৯৯৭ সাল থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৬৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। দু’দলের মুখোমুখি লড়াইয়ে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ২৮ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৩৯টি ম্যাচে।
Leave a reply