করোনা মহামারি আর লকডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ছাড়িয়েছে চার কোটি। এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। ৯০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
অর্থনীতিবিদদের শঙ্কা, ৩০’র দশকে মহামন্দার পর প্রথমবার যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশ ছুঁতে পারে এ মাসেই।
মার্কিন শ্রমবিভাগ জানিয়েছে, গেল সপ্তাহেই দেশটিতে বেকারভাতার আবেদন করেছেন প্রায় ২১ লাখ মানুষ। বিধিনিষেধ শিথিল হলেও, তিন মাসের লকডাউনে বিপর্যস্ত আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মীছাঁটাই চলছে এখনও। তবে খুচরা পণ্যের দোকান, রেস্তোরাঁ, জিম, পার্লার এমনকি কিছু গাড়িনির্মাতা প্রতিষ্ঠানেও কাজ শুরু হওয়ায় ডেকে পাঠানো হচ্ছে পুরোনো কর্মীদের অনেককে। ফলে তালিকা হালনাগাদ হলে এ মাসে বেকারত্বের হার কিছুটা কমতে পারে বলেও আশাবাদী অনেকে।
Leave a reply