ভর্তির কথা বলেও ফিরিয়ে দিলো ন্যাশনাল হাসপাতাল, কালক্ষেপণে পথেই মারা গেল রোগী

|

ভর্তির কথা বলেও ফিরিয়ে দিলো ন্যাশনাল হাসপাতাল, কালক্ষেপণে পথেই মারা গেল রোগী

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে প্রশাসনের কঠোর অবস্থানের পরও রোগী ফিরিয়ে দিয়েছে বেসরকারি ন্যাশনাল হাসপাতাল। বুধবার
মধ্যরাতে শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায়এক রোগীকে ফিরিয়ে দেয় হাসপাতালটি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান জসিম উদ্দীন চৌধুরী (৬২) নামের ওই রোগী।

মৃত ব্যক্তির ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী জানান, রাতে মাথার একপাশে ব্যথা অনুভত হওয়া এবং ডান হাত অবশ হয়ে যাওয়ায় ন্যাশনাল হাসপাতালে ফোন করেন তিনি। হাসপাতাল থেকে জানানো হয় রোগী নিয়ে যেতে, তারা ভর্তি করাবে। এরপর পথেই আরও একবার ফোন করলে রোগী ভর্তির করাবে বলে নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রাত আড়াইটার দিকে রোগী নিয়ে হাসপাতালে গেলে সিএনজি অটোরিক্সাতে রেখেই রোগীর অক্সিজেন মাত্রা চেক করেন এক কর্মচারী। এসময় রোগীর অক্সিজেন মাত্রা ৮৯ থাকায় তাকে আর ভর্তি করায়নি কর্তৃপক্ষ।

অবস্থার অবনতি হলে দ্রুত জসিম উদ্দীনকে নিয়ে চমেক হাসপাতালে রওনা দেন তার তিন সন্তান। কিন্তু পথেই মৃত্যুবরণ করেন তিনি।

জোবায়ের চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমেই রোগী ভর্তি করাবে না জানালে আমরা অন্য হাসপাতালে দেখতাম। কিন্তু তারা রোগী ভর্তি করানোর কথা বলেও কালক্ষেপণ করেছে। ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণায় প্রাণ হারালেন আমার বাবা।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply