করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্য প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গুজব ছড়ানোর অভিযোগে রাশিয়া ও চীনকে দায়ী করেছে তারা।
তাদের এ দাবির প্রেক্ষিতে যথেষ্ঠ তথ্য প্রমাণ হাতে আছে বলেও দাবি করেছে ইউরোপীয় কমিশন। তারা জানায়, রটনাকারীদের পরবর্তী টার্গেট ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ। এ ধরণের তথ্য কোভিড নাইনটিন নিয়ে যেমন বিভ্রান্তি তৈরি করছে, তেমনি ইউরোপের সমাজ ও অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ কমিশনের।
বিভ্রান্তি দূর করতে এখন থেকে কোভিড নাইনটিন বিষয়ক ভুল তথ্য নিয়ে ফেসবুক, গুগল ও টুইটারসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মাসিক প্রতিবেদন দেয়ার নির্দেশনা দিয়েছে ইইউ।
Leave a reply