তিন দিনে চীনে করোনায় আক্রান্ত দেড় শতাধিক

|

তিন দিনে চীনে করোনায় আক্রান্ত্র দেড় শতাধিক

একদিনে আরও ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে চীনে। এই নিয়ে গত তিনদিনে দেড় শতাধিক করোনাভাইরাস সংক্রমিত ধরা পড়লো দেশটিতে।

মঙ্গলবার শনাক্ত হওয়া রোগীদের ১১জন বিদেশ ফেরত এবং বাকিরা স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ৩১ জনই বেইজিংয়ের।

চীনা স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে আড়াইশ’র বেশি চিকিৎসাধীন করোনা রোগীর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সতর্কতার মাত্রা বাড়িয়ে তৃতীয় থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করেছে বেইজিং।
রাজধানী বেইজিংয়ে হঠাৎ বিস্তারে সতর্ক দেশের অন্যান্য প্রদেশও। ম্যাকাওসহ বিভিন্ন প্রদেশে বেইজিং ফেরত যেকোনো নাগরিককে বাধ্যতামূলক ১৪ থেকে ২১দিন কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ২শ’র ওপরে। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬শ’র বেশি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply