একদিনে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত করলো ভারত। ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। বিশ্বের ৮ম দেশ হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বুধবারই প্রাণ গেছে সাড়ে তিনশ মানুষের। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুহার ২ দশমিক ৮ থেকে বেড়ে ৩ দশমিক ৪ ছুঁয়েছে।
সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। ওই প্রদেশে ভাইরাসে আক্রান্ত এক লাখ ১৬ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় পাঁচ হাজার। প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাটসহ অন্যান্য রাজ্যে।
এদিন রাজ্যভিত্তিক সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দেশটির প্রায় দু’লাখ মানুষ।
Leave a reply