আর্সেনালকে ৩-০ তে উড়িয়ে দিল ম্যান সিটি

|

করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরতির পর আবারও শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। যেখানে প্রথম দিনের বিগ ম্যাচে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

সিটির ইতিহাদ স্টেডিয়ামে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সহমত পোষণ আর করোনায় প্রাণ হারানোদের প্রতি সমবেদনা জানাতে এক মিনিটের নীরবতা পালন করে শুরু হয় ম্যানসিটি-আর্সেনাল মহারণ। প্রত্যাবর্তনের ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিলো সিটি। কিন্তু সিটিজেনদের গোল বঞ্চিত রাখেন গানার গোলরক্ষক বার্নাড লেনো।

তবে ৪৫ মিনিটে রাহিম স্টারলিং ডেডলক ভাঙলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে গার্দিওলার দল। ৪৯ মিনিটে ডি বক্সে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনাল ডিফেন্ডার ডেভিড লুইস। যার ফায়দা নিয়ে সিটির লিড দ্বিগুণ করেন ডি ব্রুইনা। ম্যাচ শেষ হবার অন্তিম মুহুর্তে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন ফিল ফোর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply