করোনা: সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করবে এআই মনিটর

|

Fujitsu senior researcher Genta Suzuki washes his hands as he demonstrates AI-camera recognition technology that checks whether people follow six handwashing steps recommended by the Japanese health ministry during an interview with Reuters at the company's research and development laboratory in Kawasaki, Japan June 17, 2020. REUTERS/Kim Kyung-Hoon

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে কার্যকর ব্যবস্থাগুলোর একটি হাত ধোয়া। এই হাত ধুতে হবে সঠিক নিয়মে; তবেই সব ধরনের জীবাণু থেকে পরিচ্ছন্ন হওয়া যাবে। এবারে সঠিক উপায়ে হাত ধোয়া নিশ্চিত করতেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মনিটর উন্মোচন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসু। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভালোভাবে হাত ধোয়া নিশ্চিত করতে তিন মাস আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হাত ধোয়ার সময় দু’বার ‘হ্যাপি বার্থডে’ গানটি গাওয়ার পরামর্শ দিয়েছে। এবারে সঠিকভাবে হাত ধোয়া নিশ্চিত করতে প্রযুক্তিভিত্তিক সমাধান এনেছে ফুজিৎসু।

প্রতিষ্ঠানটি দাবি করছে, এআই মনিটরটি স্বাস্থ্যসেবা, হোটেল এবং খাদ্যশিল্পে কাজ করা কর্মীদের সঠিকভাবে হাত ধোয়া নিশ্চিত করবে। হাতের জটিল নড়াচড়াগুলো বুঝতে পারে এআই। এমনকি গ্রাহক সাবান ব্যবহার না করলে সেটিও শনাক্ত করতে পারে এ প্রযুক্তি।

ফুজিৎসু জানিয়েছে, করোনাভাইরাসের আগেই জাপানি প্রতিষ্ঠানগুলোর কঠোর স্বাস্থ্যবিধি নীতিমালার অংশ হিসেবে ডিভাইসটি নিয়ে কাজ চলছিল। অপরাধ নজরদারি প্রযুক্তির ওপর ভিত্তি করেই ডিভাইসটি বানান হয়েছে। অপরাধ নজরদারি প্রযুক্তি সন্দেহজনক শারীরিক নড়াচড়া শনাক্ত করে এআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply