ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অধ্যাপক মাকসুদ কামালের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ সংক্রান্ত ফাইলটি স্বাক্ষর করা হয়েছে। তবে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।
তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে এ বিষয়টি পাশ হয়েছে বলে আমরা শুনেছি। তবে এখনো কোন প্রজ্ঞাপন হাতে পাইনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গতকাল উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের মেয়াদ শেষ হয়।
Leave a reply