টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

|

করোনাভাইরাস পরিস্তিতির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। সেই সাথে পরবর্তীতে সিরিজের পুন:নির্ধরিত সময় জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র দিয়ে আজ নিজেদের ওয়েবসাইটে তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এরআগে, জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ হিসেবে এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।

তবে, জুলাইয়ে শ্রীলঙ্কার সাথে টাইগারদের সিরিজটি অনুষ্ঠিত হওয়া সম্ভব না হলে আগামী সেপ্টেম্বরে সিরিজটি আয়োজন করার ব্যাপারেও প্রস্তাব দিয়েছে বলে জানা যায়। এ ছাড়া লঙ্কান ক্রিকেট বোর্ড তিন টেস্টের বদলে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টির প্রস্তাব দিয়েছে বলেও জানা যায় ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply