লক্ষ্মীপুর প্রতিনিধি:
মোবাইল চুরি ও শ্লীলতাহানির মামলায় আটক হয়েছেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।
রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। পরে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত বছরের অক্টোবর মাসে চাচি শিমু আক্তারের দায়ের করা মামলায় আটক হয়েছেন তিনি।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে চাচা জামাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে ইমতিয়াজদের। ঘটনার দিন ইমতিয়াজ আসামিদের নিয়ে জোরপূর্বক চাচার বসত দখল করতে যান। ভাঙচুর করেন বাড়ির টিনসেড ঘর ও সীমানা প্রাচীর। চুরি করে নিয়ে যান মোবাইল সেট, ভিসাসহ পাসপোর্ট, টিকেট, আকামা।
এছাড়াও ৫ লাখ টাকার স্বর্ণ নিয়ে যায়। বাধা দিলে ইমতিয়াজসহ অন্যরা চাচি শিমু আক্তারকে (মামলার বাদী) শ্লীলতাহানি করেন। পরে চাচির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় আসামিরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, “চাচি শিমু আক্তারের করা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ মামলায় অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”
ইউএইস/
Leave a reply