নেপালে প্রবল বন্যা ও ভূমিধসে ২৩ জনের মৃত্যু

|

নেপালে প্রবল বন্যা ও ভূমিধসে মারা গেছেন ২৩ জন, এখনো নিখোঁজ কমপক্ষে ৩৬ নাগরিক। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

বিবৃতিতে জানানো হয়, মাটিচাপা পড়ে আহত হয়েছেন আরও ২৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যটনের জন্য বিখ্যাত পোখারা মেট্রোপলিটন সিটিতেই মারা গেছেন কমপক্ষে ১৪ জন। চারপাশের আরও ৯টি জেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। এরমাঝে, সবচেয়ে খারাপ পরিস্থিতি মায়াগদি জেলার। সেখানে ভেঙ্গে পড়েছে অর্ধ-শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা; নিখোঁজ ১৯ জন, আহত ৭
বাসিন্দা।

অবশ্য, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে অনেক অঞ্চলেই চালানো যাচ্ছে না উদ্ধার তৎপরতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply