আবারও বাড়ছে সুরমা নদীর পানি

|

সুনামগঞ্জে সুরমার পা‌নি বিপৎসীমার উপরে

সুনামগঞ্জ প্রতিনিধি:

ভারতের চেরাপু‌ঞ্চিতে টানা বৃ‌ষ্টিপাতের কারণে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। মঙ্গলবার সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবা‌হিত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪০ মিলিমিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী কিছু নিচু এলাকাগুলো প্লা‌বিত হতে শুরু করেছে।

সুনামগঞ্জ শহরেন নবীনগর, কা‌জিরপয়েন্ট ও উত্তর আর‌পিননগর এলাকার সড়কে পানি উঠে গেছে। কমে গেছে যানবাহন চলাচল। ভারতের চেরাপু‌ঞ্জিতে টানা বৃ‌ষ্টিপাতের কারণে দেড় মাসের মধ্যে সুনামগঞ্জে তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স‌বিবুর রহমান জানান, উজানে বৃ‌ষ্টিপাত বন্ধ হলে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply